মার্কিন নির্বাচন: ট্রাম্প-বাইডেন বিতর্কে হতাশ জনগণ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মার্কিন নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিতর্কে তুমুল হতাশা প্রকাশ করেছে মার্কিনিরা।

তাদের মতে একে ওপরের বক্তব্যের মধ্যে বাধা ব্যাক্তিগত আক্রমণ ও কটাক্ষ ভরা এ বিতর্কের মাধ্যমে দেশটির নির্বাচনী বিতর্কের ইতিহাসের সবচেয়ে খারাপ বিতর্কের সাক্ষী হয়েছেন তারা।

বিবিসি জানায়, ট্রাম্প বাইডেনের পরবর্তী বিতর্কগুলোতে এমন বিব্রতকর অবস্থা এড়াতে কিছু নিয়ম পরিবর্তনের পরিকল্পনা করছে বিতৰ্কটির পরিচালনা কমিশন।

প্রার্থীরা একে ওপরের বক্তব্যে বাধা দেয়ার চেষ্টা করলে মাইক্রোফোনের সংযোগ কেটে দেয়ার বিষয়টি যুক্ত হতে পারে নতুন নিয়মের আওতায়। বিতর্কে ট্রাম্পের আচরণ পুরো জাতির জন্য লজ্জাজনক ছিল বলে মন্তব্য করেছেন বাইডেন। তবে এরইমধ্যে বিতর্কের নতুন নিয়ম প্রক্রিয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *