সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন সঠিক নয়: কাদের

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদকে অধিকতর কার্যকর করতে টিআইবি যে প্রতিবেদনে সুপারিশ দিয়েছে ওই প্রতিবেদনকে সঠিক, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক নয়।

আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে, তাঁরা সব কার্যক্রমে অংশ নিচ্ছেন। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়। তিনি বলেন, ‘এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সাথে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *