জেমসের জন্মদিনে ভক্তদের দোয়া মাহফিল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ব্যান্ডদল নগর বাউলের কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে তিনি গুরু। তারুণ্যের কাছে জেমস মানেই নতুন উন্মাদনা। তার বাবরি দোলানো গানের তালে মেতে ওঠে যুবক মন।
এই জেমসের আজ ৫৬তম জন্মদিন। জীবনের ৫৬তম এই বিশেষ দিনটি নিয়ে উদযাপনের কোনো পরিকল্পনা নেই তার। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, এবারের জন্মদিনে কোনো আয়োজন নেই, করোনার সময়ে বাসাতেই থাকছেন জেমস। বাসার বাইরে হচ্ছেন না তিনি।
নিজের জন্মদিনে জেমস কোন আয়োজন না রাখেন নি। তাই বলে যে ভক্তরাও থেমে থাকবেন তা কিন্তু নয়। ভক্তরা এইসব করোনা মানছেন না। জন্মদিনের প্রথম প্রহর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন জেমসকে। কেকও কাটছেন।
শুধু দেশে নয়, বিদেশের জেমসের ভক্তরা প্রথম প্রহর থেকেই কেক কাটছেন। সে সবের ভিডিও ছড়িয়ে দিচ্ছেন ফেসবুকে।