অণুগল্প: অসম্পূর্ণতা

আমি কোনো আকাশচরী কিংবা নরপশু নই। আমি নীলান্তি। হ্যা! ঠিক শুনছো তোমার আর আমার সেই উপন্যাস এর নীলান্তিকা আমি।
মনে পড়ে! তুমি হঠাৎ বলেছিলে কাল যেন তোমার দেওয়া নীল শাড়ী খানা আর সেই কাঠের উপর নীল নকশা কাটা গলার হার খানা আর বালা জোড়া পরে আসি।
সেদিন আমি ক্যাম্পাসের প্রেজন্টশন এ তোমার কথা মতোই যাই। তবে একটি জিনিস নিজ থেকে পড়েছিলাম। নীল টিপ! তুমি হয়তো জানতে, তাই সেদিন হাতে করে কনো ফুল নয় নিয়ে এসেছিলে এক পাতা কালো টিপ।
বলেছিলে, “নীলান্তি তোমার লালাট খানা মহীমায় পন্ঞমুখ হয়ে উঠে কালো টিপে আর তোমার সাজ পায় পূর্ণতা।”
তারপর তুমি আর আমি বসেছিলাম ক্যাম্পাসের বাহিরে একটা টং এ দুজন দুকাপ লাল চায়ের সাথে আলাপ জুড়েছিলাম।
তারপর বাসায় ফিরে জানতে পারলাম, আমি সাবধানে বাসায় ফিরলেও তুমি পারো নি। আচ্ছা তোমার কি সত্যিই কিছু মনে পড়ছে না???