আন্তর্জাতিক মানব পাচারের নতুন রুট
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মানব পাচারের নতুন পথ এখন মধ্য ইউরোপের দেশ বসনিয়া-হার্জেগোভিনা ও স্লোভেনিয়া। সেখানে বাংলাদেশিসহ ছয় শতাধিক অভিবাসন প্রত্যাশী আটকা পড়ে থাকলেও বাংলাদেশির প্রকৃত সংখ্যা জানা যায়নি।
ভূমধ্যসাগর হয়ে মানব পাচার কয়েক বছর ধরে আলোচিত হলেও নতুন পথ বসনিয়া, ক্রোয়েশিয়া আর স্লোভেনিয়া হয়ে ইতালি।
ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা শহরের কাছের বনে আর পরিত্যক্ত কারখানায় বাংলাদেশিসহ অন্তত পাঁচশ অভিবাসনপ্রত্যাশী রয়েছেন। তারা ক্রোয়েশিয়া হয়ে ইতালি যাওয়ার অপেক্ষায় আছেন। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক রয়েছেন।
সীমান্তবর্তী সড়ক ধরেও ক্রোয়েশিয়ার পথে যাত্রা করছেন অনেকে। অন্তত পাঁচশ জনকে বিহাক ও ভেলিকা ক্লাদুসা শহরের শিবির থেকে বের করে দেয়ায় জঙ্গল ছাড়া আশ্রয়ের জায়গা নেই।
সার্বিয়া থেকে রাবারের নৌকায় চড়ে মারাত্মক ঝুঁকি নিয়ে দ্রিনা নদী পেরিয়ে অভিবাসীরা বসনিয়ায় পৌঁছান। মঙ্গলবার অবৈধভাবে ইউরোপে যাবার সময় স্লোভেনিয়ায় বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ১১৩ অভিবাসন প্রত্যাশীকে আটক হয়।