পাবনায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: পাবনায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল।
গতকাল ২ অক্টোবর, শুক্রবার রাতে সদরের পৌর এলাকার পূর্ব রাঘবপুরের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এসময় র্যাবের সদস্যরা কাশেম প্রামাণিক (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
কাশেম সদর উপজেলার ফকিরপুর গ্রামের জাকের প্রামানিকের ছেলে। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় কেনা বেঁচা করে আসছিল। এঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
hi