ভ্যাকসিন আসলেও শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনায় ভ্যাকসিন উদ্ভাবন হলেও আগামী বসন্তের আগে কোন ভাবেই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই। এমন শঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

লন্ডনের ইমপেরিয়াল কলেজের গবেষকরা জানান, করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় এটি খুব সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না। তাই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হলেও আগামী বসন্তের আগে কোনোভাবেই তা নিয়ন্ত্রণে আসার সুযোগ নেই।

গবেষক এসটন কার্ডে বলেন, এটা মনে করার কোনো কারণ নেই যে, ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার একমাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ভাইরাস নিয়ন্ত্রণে আসতে কমপক্ষে ছয়মাস লাগতে পারে। এমনকি একবছরও লেগে যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *