অশ্লীল কথা বলায় ৫ টিয়া পাখি কোয়ারেন্টাইনে

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ইংল্যান্ডের এক চিড়িয়াখানা থেকে পাঁচটি টিয়া পাখি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খুবই নোংরা কথা বলায় পাখিগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ছোট, বড় জ্ঞান নেই পাখিগুলোর। তাদের শোধরাতে পাঠানো হল নতুন জায়গায়। খারাপ কথা সম্পূর্ণ ভুলে যেতে হবে তাদের। বদলে ভাল কথা শিখতে হবে, যতদিন না এটা হচ্ছে ততদিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য করা হবে বলে খবর।

লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত চিড়িয়াখানার দর্শকদের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে। পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি।

চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, পাঁচটি টিয়া একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলতে শুরু করে। এদিকে শিশুদের সামনে এসব বললে খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাদের সরিয়ে দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *