কানাডায় প্রেমিক-প্রেমিকা থাকলে সীমান্তে আটকাবে না কর্তৃপক্ষ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনা পরিস্থিতিতে কানাডা ছেড়ে নিজ দেশে ফিরেছেন অনেকেই। ফিরে যাওয়া কেউ কেউ আবার ওই দেশে রেখে এসেছেন তাদের মনের মানুষকে। এমন প্রেমিক-প্রেমিকাদের জন্য এবার স্বস্তির খবর দিয়েছে দেশটির অভিবাসন মন্ত্রণালয়। কানাডায় প্রেমিক বা প্রেমিকা থাকলে অন্য দেশ থেকে সে দেশে প্রবেশ করার ক্ষেত্রে কড়াকড়ি কমছে চলতি সপ্তাহেই।

এএফপি জানায়, দীর্ঘদিন ধরে যাদের জন্য ততটা জরুরি নয়- এমন বিদেশিদের জন্য কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা চলছে, সম্প্রতি এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত করা হয়। তবে এখন সীমান্তে কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি শিথিল হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের বলেছেন, আমরা স্বীকার করছি; ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে প্রিয়জনদের দূরে রাখা উচিত নয়।

তিনি বলেন, এমন কঠিন সময় পছন্দের মানুষকে পাশে রেখে তাদের শক্তি ও সমর্থন নিয়ে সর্বোত্তমভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *