চাঁদপুরে ইলিশ উৎসব সমাপনী অনুষ্ঠানে যা বললেন ডা.দীপু মনি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ইলিশের বংশবিস্তার অব্যাহত রাখা এবং এই মাছ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার ভূমিকা নিশ্চিত করতে চাঁদপুরে শুরু হয়েছিল ইলিশ উৎসব। যা ‘জেগে ওঠো মাটির টানে’-এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ঐতিহ্যবাহী চতুরঙ্গ ইলিশ উৎসবের সফল সমাপ্তি ঘোষণা করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল ৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, একটি উৎসব দীর্ঘ ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করে যুগপূর্তি পালন করা সত্যিই দুরূহ ব্যাপার। আমি আয়োজকদের এজন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, যত বেশি উৎপাদন করা যাবে আমরা ব্যবসায়িকভাবে তত বেশি লাভবান হতে পারব। সারা পৃথিবীতে যত ইলিশ উৎপন্ন হয় তার মধ্যে বেশি ইলিশ উৎপন্ন হয় চাঁদপুরে। এই উৎপাদন বৃদ্ধিতে সরকার গৃহীত অভয়াশ্রম কর্মসূচি ও মা ইলিশ রক্ষা কার্যক্রম চলাকালে যারা সহযোগিতা দিয়ে আসছেন তাদেরকেও অভিনন্দন জানাই। সরকারি ব্যবস্থাপনায় ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক গবেষণা হচ্ছে। আমরা আশা রাখি আগামীতে আরো অনেক বেশি পরিমাণ ইলিশ উৎপাদনে আমরা সক্ষম হবো।
তিনি আরও বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে আজ কৃষি, মৎস্য, ফলজ থেকে শুরু করে উৎপাদনশীল সকল পণ্যে আমরা সফলতা লাভ করছি। আমাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি করোনাকালীন সময় চতুরঙ্গ এমন একটি উৎসব করায় আয়োজকদের আবারো ধন্যবাদ প্রদান পূর্বক সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং চতুরঙ্গের সফলতা কামনা করেন।