নেত্রকোনায় ভাবীর গলাকাটা মরদেহ উদ্ধার, দেবর হাসপাতালে

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: নেত্রকোনার পূর্বধলায় লিপি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ অক্টোবর, রবিবার ভোর রাতে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতের দেবর রাসেলকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত লিপি আক্তার পূর্বধলা পশ্চিম বাজার এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে পঞ্চগড়ে বিডিআরএ চাকরি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্বধলা উপজেলার পশ্চিম বাজার এলাকায় রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নিজ বসত ঘরে লিপি আক্তার ও তার চাচাতো দেবর রাসেলকে গলাকাটা দেখতে পায় পরিবারের লোকজন। পরে দুজনকেই পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাসেলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েেছে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, আহত রাসেলের সাথে পরকীয়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত রাসেলকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *