বিশ্বে করোনায় আরও ৪ হাজার ৮শ’ মানুষের মৃত্যু

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আরও ৪ হাজার ৭শ’ ৯১ জন মানুষের মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। ৯৩৭ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি এক লাখ ২ হাজারের কাছাকাছি। দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৭৫ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখের ওপর।

একদিনে আরও ৭শ’ ৪৯ জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ২ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। ৪৮ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৭ লাখ ৬০ হাজারের ওপর। ব্রাজিলে একদিনে মৃত্যুর সংখ্যা ৬শ’র কাছাকাছি। সেকেন্ড ওয়েভের মুখোমুখি ফ্রান্সে আরও প্রায় ১৭ হাজার মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি।

বিশ্বে সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৫৫ লাখ ০৬ হাজার ৭৩২ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪৮ লাখ ১৮ হাজার ৫০৯ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৪২ লাখ ৪৮ হাজার ৫৯৩ জন)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *