বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে ট্রোলড অঙ্কিতা!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ইনস্টাগ্রামে সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি পোস্ট ট্রোলড হয়েছেন। অনেকেই বর্তমান বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে অঙ্কিতার অন্তরঙ্গ ছবি পোস্ট করা ভালোভাবে নেননি। ছবিটি নিয়ে করেছেন নানা নেতিবাচক মন্তব্য। সুশান্তের ভক্তরা প্রশ্নও তুলেছেন ভিকিকে নিয়ে। তারা জানতে চেয়েছেন, সুশান্ত নয় কেন?
গান্ধীজয়ন্তীর দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিতা। তাতে জীবনের সবচেয়ে কাছের মানুষদের সম্পর্কে দু’এক কথা লিখেছিলেন তিনি। প্রথমে মা, এর পর বাবা আর তারপর একে একে ভাই, বোন এবং সব শেষে ভালবাসার কথা। অনুরাগীদের বোঝাতে চেয়েছিলেন, জীবনে কাছের মানুষদের গুরুত্ব কতটা। ভিডিয়োর একদম শেষে যোগ করেছিলেন একটি ছবি। তাতে অঙ্কিতার বাবা-মা ছাড়াও ছিলেন তার বর্তমান ‘লাভ অব লাইফ’ ভিকি। ছবি দেখে মনে হচ্ছিল ভিকি যেন অঙ্কিতাকে আগলে রেখেছেন। এরপরেই নেটিজেনদের একাংশ অঙ্কিতার দিকে আঙুল তোলেন, ওঠে কটু মন্তব্যের ঝড়। অনেকেই তাকে কাঠগড়া দাঁড় করিয়ে করিয়ে জানতে চেয়েছেন সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর কেন আবার নতুন করে সম্পর্কে জড়ালেন অঙ্কিতা।অনেকে আবার সুশান্তের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী করেছেন অঙ্কিতাকেই।