ভার্চুয়াল কোর্টে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের নির্দেশ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ভার্চুয়াল কোর্ট যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মাহবুব হোসেন।
আজ ৪ অক্টোবর, রবিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান আদালতে হাজির হলে, প্রধান বিচারপতি তাকে এ নির্দেশ দেন।
সুপ্রিমকোর্টে ভার্চুয়াল আদালত চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায়, পহেলা অক্টোবর ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানকে তলব করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
রবিবার আপিল বিভাগে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ভার্চুয়াল আদালত চলাকালে প্রায় সময়ই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট থাকায় ভার্চুয়াল বিচার কাজ বিঘ্নিত হচ্ছে। এসব বিষয়ে ব্যাখ্যা দিতে রবিবার ডিপিডিসির এমডিকে তলব করে আপিল বিভাগ।
গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালতে বিচারকাজ শুরু করে হাইকোর্ট ও অধঃস্তন আদালত। এরপর আপিল বিভাগও ভার্চুয়াল বিচারকাজ শুরু করে।