সিলেট-লন্ডন রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সিলেট-লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট আজ ৪ অক্টোবর, রবিবার থেকে চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমান উড়োজাহাজের বহর পূর্বের যেকোনো সময়ের তুলনায় অত্যাধুনিক ও তারুণ্যদীপ্ত। বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবা সম্বলিত সব সুযোগ-সুবিধা। আশা করা যাচ্ছে, যুক্তরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বিমান বহরের আধুনিক এ উড়োজাহাজগুলোতে ভ্রমণে আকৃষ্ট হবেন।
করোনার প্রভাবে বন্ধ থাকার পর গত ১০ আগস্ট থেকে ঢাকা-লন্ডন রুটে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চালু করে বিমান। সিলেটের যাত্রীদের বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে করে ঢাকায় এনে ইমিগ্রেশনের কার্যক্রম করানো হতো। এখন আর তার প্রয়োজন হবে না। লন্ডগামী যাত্রীদের সিলেট বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে সরাসরি লন্ডনের উদ্যেশে উড়াল দেবে বিমান।