করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ালো সাড়ে ৩ কোটি

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) রোববার এ তথ্য জানায়।

সূত্র জানায়, বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি ৫০ লাখ ৮ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে । এ পর্যন্ত মারা গেছে ১০ লাখ ৩৪ হাজার ৮১৮ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু দু’টোই সবচেয়ে বেশি।

দেশটিতে মোট আাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ১১ হাজার ৭১৬ জনে এবং মারা গেছে মোট ২ লাখ ৯ হাজার ৭২০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্ব প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *