করোনায় ২ লক্ষাধিক মার্কিনীর মৃত্যু, তবুও ‘তামাশা’ করছেন ট্রাম্প
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনায় আক্রান্ত থাকা সত্ত্বেও হাসপাতাল ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন ট্রাম্প। মুখে মাস্ক পড়ে গাড়ির ভিতর থেকে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। ট্রাম্পের এমন কর্মকাণ্ডে সমালোচনা শুরু হয়েছে।
মার্কিন চিকিৎসা বিশেষজ্ঞরা ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। গাড়ির ভিতরে থাকা সিক্রেট সার্ভিসের দুই সদস্যের এতে ‘বিপদ’ হতে পারে।
সিএনএনের বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন পর্যন্ত করোনাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিনের প্রফেসর জনাথন ট্রাম্পের এমন কাণ্ডকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন।
এছাড়া তিনি ট্রাম্পের বাইরে যাওয়ার ব্যাপারে সামরিক হাসপাতালের চিকিৎসকদের সায় দেওয়াকেও সমালোচনা করেন ।
তিনি জানান, চিকিৎসকদের উচিৎ ছিল ট্রাম্পের বাইরে যাওয়াকে না করে দেওয়া।
এদিকে ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীরের প্রকৃত অবস্থা নিয়ে নানা ধোঁয়াশা দেখা দিয়েছে।