শাহবাগ মোড় অবরোধ, ধর্ষকদের বিচার দাবি
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সারা দেশে সংঘটিত ধর্ষণ, গণধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সম্মিলিত ছাত্র-জনতা।
আজ ৫ অক্টোবর, সোমবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তঅংশগ্রহণ বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র-জনতা জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকে।
গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তব্য রাখবেন বলে ছাত্র অধিকার পরিষদের নেতারা জানিয়েছেন।
এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ চলছে।