আর্থিক অনুদানের ফলে অর্থনীতি ফের গতিশীল হচ্ছে: প্রধানমন্ত্রী

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনা মহামারিতে সময়মতো সরকারের আর্থিক অনুদানের ফলেই, কৃষি, বাণিজ্যসহ পুরো অর্থনীতি আবারো গতিশীল হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৬ অক্টোবর, মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি।

এনইসি সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন একনেক এর অন্যান্য সদস্যরা। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর প্রথম সংশোধিত প্রকল্পসহ একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় ৪টি প্রকল্প।

সূচনা বক্তব্যে একনেক সভাপতি বলেন, সময়মতো প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো বলেই অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *