করোনায় আয় ২০ ও ব্যয় ৬ শতাংশ কমেছে

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনাভাইরাসের প্রভাবে দেশে জীবিকা-নির্ভর মানুষের মাসিক আয় ২০ দশমিক ২৪ শতাংশ এবং ব্যয় ছয় দশমিক ১৪ শতাংশ কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করা জরিপে এ তথ্য জানা গেছে।

আজ ৬ অক্টোবর, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘কোভিড-১৯ বাংলাদেশ: জীবিকার ওপর ধারণা জরিপ ২০২০’ শীর্ষক জরিপটি উপস্থাপন করা হয়।

জরিপে দেখা গেছে, মার্চে যেখানে মাসিক আয় ছিল ১৯ হাজার ৪২৫ টাকা, সেখানে আগস্টে গিয়ে তা কমে হয়েছে ১৫ হাজার ৮৯২ টাকা। অন্যদিকে মার্চে যেখানে মাসিক ব্যয় ছিল ১৫ হাজার ৪০৩ টাকা, সেখানে আগস্টে গিয়ে তা কমে হয়েছে ১৪ হাজার ১১৯ টাকা। সেই হিসেবে আয় ২০ দশমিক ২৪ ও ব্যয় ছয় দশমিক ১৪ শতাংশ কমেছে।

টেলিফোনের মাধ্যমে ১৩-১৯ সেপ্টেম্বর এই ধারণা জরিপটি করেছে বিবিএস। দৈব চয়নের মাধ্যমে মোট দুই হাজার ৪০টি ফোন নম্বর নির্বাচন করে জরিপটি করা হয়েছে। বিবিএস’র ইতিহাসে এটিই প্রথম টেলিফোন ধারণা জরিপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *