কোয়ারেন্টাইনে কোরআন পাঠ করছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনায় আক্রান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন কোয়ারেন্টাইনে সময়পার করছেন পবিত্র কোরআন তেলাওয়াত করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের কোরআনের তেলাওয়াতের একটি ভিডিও।
ভিডিওতে মহিউদ্দিন ও তার পাশে থাকা স্ত্রীকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় মহিউদ্দিন সুরা ওয়াকিআহ পাঠ করছিলেন।
কাতারের রাষ্ট্রদূত ফাহাদ কাফুদ টুইটারে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন স্ত্রীর সঙ্গে পবিত্র কোরআনের সুরা ওয়াকিআহ তেলাওয়াত করছেন।’
গত ৩ অক্টোবর, শনিবার মন্ত্রী পরিষদের করোনা বিষয় এক বৈঠকে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সভাপতিত্ব করেন। বৈঠকে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী জুলফিকার মাহমুদ আল বাকরি উপস্থিত ছিলেন। সোমবারই জুলফিকার মাহমুদের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। বৈঠকে উপস্থিত সবার করোনা পরীক্ষা করা হয় এবং সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।