চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২৩১৪
বার্তাবহ চাঁদপুর নিউজ: চাঁদপুরে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২ জন, মতলব দক্ষিণ উপজেলায় ২ জন ও হাজীগঞ্জ উপজেলায় ১ জন।। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, ৫ অক্টোবর, সোমবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৫৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ৪৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।