চাঁদপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ শ্লোগান নিয়ে আজ ৬ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো: মাজেদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানী সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় আরও বক্তব্য রাখেন নির্বাহী মম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান সমিতির সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, রাজরাজেশ্বরের চেয়ারম্যান হযরত আলী, জেলা বাপসা’র সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *