ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার মুশফিকুর রহিম
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়া নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ। এরই সাথে প্রতিবাদে শামিল হয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
এই ঘৃণ্য অপরাধের সমালোচনা করে তিনি লিখেছেন, ‘আমরা আর নীরব থাকব না। কোনো ধরনের নারী নির্যাতন সহ্য করা হবে না। ধর্ষক, নিপীড়কদের সমাজে কোনো স্থান নেই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলো। না মানে না।’
এর আগে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান।