নারীকে অশ্লীল ভিডিও এবং এসএমএস দিল যুবক, তারপর যা ঘটালো নারী

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: এক নারীকে মোবাইলে একের পর এক অশ্লীল ভিডিও এবং এসএমএস দিয়েই যাচ্ছিল এক যুবক। সঙ্গে বারবার ফোন করে উত্যক্তও করছিলেন। এরপর একপ্রকার বাধ্য হয়েই ফাঁদ পাততে হলে ওই নারীকে। অভিযুক্ত ওই যুবককে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়েছেন ওই নারী।

এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মীরাটে। জানা গেছে, ওই নারীকে গত কয়েক দিন ধরেই অভিযুক্ত যুবক উত্যক্ত করে আসছিল। ওই নারীকে অশ্লীল ভিডিও ও ছবি পাঠাত সে। শুধু তা-ই নয়, ফোনও করত।

দিনের পর দিন জ্বালাতনের শিকার হওয়ার পর ওই নারী অভিযুক্তকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন। এর প্রেক্ষিতে তিনি ওই যুবককে দেখা করার জন্য ডেকে নেন। ওই যুবক দেখা করতে এলে বেধড়ক পেটান ওই নারী। সেইসঙ্গে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তকে। সে সময় ওই নারীর কাছে ক্ষমাও চান অভিযুক্ত যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *