মেঘনার দুর্গম চরে আটকা পড়েছে কয়লাবাহী কার্গো

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: চাঁদপুরে হাইমচরের মেঘনা নদীর দুর্গম চরে পানির স্রোতে আটকা পড়েছে কয়লাবাহী একটি কার্গো।

গতকাল ৫ অক্টোবর, সোমবার ভোরে এ ঘটনায় কয়লাবাহী কার্গো এমভি আলালের ৯ জন স্টাফকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

৫ হাজার ৫৫৫ মেট্রিক টন কয়লা নিয়ে এই কার্গোটি মংলা বন্দর থেকে ঢাকায় যাচ্ছিল।

হাইমচর ফায়ার স্টেশনের কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, স্রোতের মুখে পড়া কার্গোটি যখন চরে আটকে যায় তখন স্টাফরা ৯৯৯ নাম্বারে কল করেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে কার্গোর ৯ জন স্টাফকে আমরা উদ্ধার করেছি। তারা সবাই নিরাপদে আছেন। একইসঙ্গে কয়লাবাহী কার্গো অক্ষত আছে।

কার্গোর মাস্টার হেলাল উদ্দিন জানান, গত শনিবার ভোরে মোংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসি। রোববার দিবাগত রাত ২টায় হাইমচরের মেঘনা নদীর মধ্যচর এলাকায় পৌঁছালে কার্গোটি স্রোতের মুখে পড়ে। এসময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ৯৯৯ নাম্বারে কল করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *