কবিতা: পুরুষ তুমি মানুষ হও

নারী আর পুরুষ, ভিন্ন দুটো’ নাম,
কেন? মানুষ বললে ভুল কি তাতে?
পুরুষত্ব কমে যাবে বলে!
আচ্ছা, পুরুষত্ব ব্যপারটা আমাকে ভাবায়,
এই বিশেষনর মানে কি?
ধর্ষক,খুনি, পৈশাচিক নারী নির্যাতনকারী!
আমিতো সেই নারী,
যে তোমাকে পেটে ধরেছি,
গর্ভে ধারণ করে,
গর্বিত হতে চেয়েছি।
আমিতো সেই নারী,
যে তোমার পাশে থেকে,ভালবেসে,
প্রতিক্ষনে সাহস যোগিয়েছি।
আমিতো তোমাকে সংসার দিয়েছি,
যেখানে তুমি ক্লান্তি নিয়ে ফিরে আসো,
শান্তি নিয়ে শক্তি যোগাও।
আর সেই তুমিই আমাকে পুরুষত্ব দেখাও!
কুৎসিত পুরুষত্ব!ধিক্কার সেই পুরুষত্বে,
তোমার এই বিশেষন,
আমার বাবাকে লজ্জিত করে,
আমার ছেলে লজ্জাতে মুখ ঢাকে,
তোমার এই কুৎসিত বিশেষন,
সমগ্র পুরুষজাতীকে প্রশ্নবিদ্ধ করে।
পরিশেষে, এই কথাটি মেনে নাও,
আগে “মানুষ হও” শুধু “মানুষ হও”
কবি’র মেইল: sjsultana007@gmail.com