করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলেই মারা গেছে সাড়ে চার লাখের বেশি।
মোট শনাক্ত ৩ কোটি ৬০ লাখের বেশি। এরমধ্যে সুস্থ হয়েছে ২ কোটি ৭১ হাজারের বেশি মানুষ।
এদিকে ভারতে গত এক সপ্তাহে কমেছে শনাক্ত ও মৃত্যুহার। একদিনে দেশটিতে মারা গেছে ৮৮৪ জন। নতুন শনাক্ত ৬১ হাজার।
ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে শনাক্ত ছাড়িয়েছে আট লাখ। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।