গীতিকবি নয়ীম গহরের আজ মৃত্যুবার্ষিকী

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দেওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ এবং ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’ কালজয়ী এ দুটিসহ এমন অনেক গানের গীতিকবি নয়ীম গহরের আজ মৃত্যুবার্ষিকী।

২০১৫ সালের এই দিনে মারা যান তিনি । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার লেখা গণজাগরণী গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগায়। ২০১২ সালে স্বাধীনতা পদকে ভূষিত নয়ীম গহর একাধারে গীতিকার, ঔপন্যাসিক, গায়ক, নায়ক, নাটক রচয়িতা, খবর পাঠকসহ নানা প্রতিভার অধিকারী হওয়ার পরও ছিলেন প্রচারবিমুখ। ১৯৩৬ সালের ১৫ আগস্ট মুন্সীগঞ্জ জেলা বিক্রমপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনেও অত্যন্ত মেধাবী ছিলেন নয়ীম গহর ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *