ধর্ষণের প্রতিবাদে যেন আঁধার নেমেছে ফেসবুকে

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দেশজুড়ে চলমান একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের সচেতন মানুষ। যৌন নিপীড়ন, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা বিশেষ করে নারীরা ডিজিটাল মাধ্যমেও প্রতিবাদ শুরু করেছেন। সবচেয়ে প্রচলিত ব্যপারটি হয়েছে নিজের প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার কালো করে দেওয়া।

প্রতিবাদের অংশ হিসেবে অনেক ফেসবুক ব্যবহারকারী নারী তাদের প্রোফাইল ছবি কালো করে দিয়েছেন এবং নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে অনুরূপ কালো ছবি পোস্ট করেছেন।

পুরুষ ফেসবুক ব্যবহারকারীও এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

দেশে ফেসবুক ম্যাসেঞ্জারে ভাইরাল হওয়া এক বার্তায় বলা হয়, ‘নারী ছাড়া বিশ্ব কেমন হতে পারে তা দেখানোর জন্য এ আন্দোলন। আপনার প্রোফাইলের ছবিটি কালো করে দিন, যাতে পুরুষরা ভাবে নারীরা কোথায়? এটি শুধু নারীদের কাছে পাঠান। এটা নারীর প্রতি সহিংতার বিরুদ্ধে প্রতিবাদ।’

সংহতি প্রকাশের লক্ষ্যে এ আন্দোলনটি নারীদের একত্রিত করার ইচ্ছা থেকে শুরু করা করেছে।

ফেসবুকে নারীরা অন্য নারীদের প্রতিবাদে যোগ দিতে উৎসাহ দেয়ার জন্য মেসেজ পাঠিয়ে আসছেন।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজে গৃহবধূর শ্লীলতাহানি এবং সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বিক্ষোভকে তীব্র করে তুলেছে।

০ thoughts on “ধর্ষণের প্রতিবাদে যেন আঁধার নেমেছে ফেসবুকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *