প্লেন থেকে ঝাঁপ দিলেন ১০৩ বছরের বৃদ্ধ! (ভিডিও)

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: এবার ১০৩ বছর বয়সেও স্কাইডাইভ করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন। অ্যালফ্রেড আল বাস্কি নামের ওই বৃদ্ধ ১৪ হাজার ফুট উচ্চতায় উড়লেন হাসিমুখে।

উচ্চতা নিয়ে ভয় না থাকলেও বিরাট শূন্য দু’হাত মেলে ওড়ার সাহস অনেকে কম বয়সেও দেখাতে পারেন না। আর সেখানে কিনা মার্কিন মুলুকের এই বৃদ্ধ ১০৩ বছর বয়সে ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে প্লেন থেকে একলাফে মহাশূন্যে ভেসে গেলেন।

অ্যালফ্রেড আল বাস্কি স্কাইডাইভ করেছেন অনেকটা হাসিমুখে। পাকা চুল, আর মোটা চশমার আড়ালে কোনও আড়ষ্ঠতা নেই। বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন তিনি। আর অজান্তেই নাম লিখিয়ে ফেললেন গিনেস বুকে।

প্রথমবার কোনো পুরুষ ১০৩ বছর ১৮১ দিন বয়সে প্যারাসুট জাম্প করলেন। কিন্তু মজার বিষয় হলো, তিনি বিশ্ব রেকর্ড গড়তে একেবারেই এমনটা করেননি। বরং তার কারণ সম্পূর্ণ আলাদা।

তিনি তার দুই নাতিকে কথা দিয়েছিলেন তারা স্নাতক হয়ে গেলে আনন্দে প্লেন থেকে শূন্যে ঝাঁপ দেবেন। দাদুর স্বপ্নপূরণ করে স্নাতক হয়েছেন দুই নাতিই। আর প্রতিজ্ঞাবদ্ধ দাদুও তাই এক মুহূর্তে দেরি না করে প্যারাসুট জাম্প করেই সেলিব্রেশনে মাতেন।

তার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে অ্যালফ্রেডকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে এই প্রথমবার নয়, এর আগে ১০০ বছর বয়সে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন অ্যালফ্রেড।

০ thoughts on “প্লেন থেকে ঝাঁপ দিলেন ১০৩ বছরের বৃদ্ধ! (ভিডিও)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *