বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগরওয়াল

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী কাজল আগরওয়াল। মুম্বাইয়ের উদ্যোক্তা গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার নিতে চলেছেন খ্যাতনামা এই অভিনেত্রী। টুইট করে দর্শক-শ্রোতাদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন এই খুশির খবর।

টুইট বার্তায় কাজল লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বাইয়ে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি। সেখানে আমাদের পরিবার এবং আত্মীয়-পরিজন উপস্থিত থাকবেন। এই মহামারির কারণে আমাদের জীবনে দুশ্চিন্তার ছায়া ফেললেও নিজেদের নতুন সফর শুরু করতে পেরে আমরা খুবই খুশি। আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপনাদের আশীর্বাদ প্রয়োজন।’

পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে। তিনি বলেন, আমি সবচেয়ে বেশি যে কাজটি করতে ভালোবাসি, তা হলো, আমার দর্শকদের বিনোদনের মাধ্যমে খুশি রাখা। সেটি আমি করে যাব। এবার নতুন উদ্যম নিয়ে তা আবার শুরু হবে। ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *