মেয়েকে ধর্ষণে গ্রেপ্তার বাবা বললেন তিনি ‘পীর’
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরের একটি চর থেকে নিজ মেয়েকে ধর্ষণ মামলায় বাবা শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। অভিযুক্ত শরীফুল নিজেকে পীর দাবি করেন।
আজ ৭ অক্টোবর, বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে ব্রিফিং করেন সংস্থাটির ডিআইজি শেখ নাজমুল আলম।
তিনি জানান, শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তখন তার মেয়ে নানীর বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ৬ দিন আগে মেয়েকে শরীফুল নাটোরের বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে। এরপর ভয়ভীতি দেখিয়ে আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শরিফুলে বিরুদ্ধে ২২শে সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাটোরের বড়াইগ্রাম থানায় মামলা হয় ।গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।