রহস্যময় ব্রিফকেস এলো আরিফিন শুভর ঘরে!
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার হাতে পেয়েছেন রহস্যময় এক অদ্ভূত ব্রিফকেস। কে বা কারা তার বাসায় এটি পাঠিয়েছে। কিন্তু কারা পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে তা শুভর জানা নেই।
সম্প্রতি সেই অদ্ভুত ব্রিফকেস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আরিফিন শুভ।
ছবির সাথে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘…. এরপর কি? অদ্ভুত এই ব্রিফকেসটা আমাকে পাঠানোর মানেটাই বা কি? কে পাঠালো, কারা পাঠালো, কেন পাঠালো? জানতে চাই!’
শুভর সেই ফেসবুক পোস্টে ভক্ত অনুরাগীরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা নানা রকম পরামর্শও দিচ্ছেন। কেউ বলছেন পুলিশের সহায়তা নিতে। একজন আবার মজা করে মন্তব্য লিখেছেন, ‘তাড়াতাড়ি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হোক। আরে না আপনি নিজেই তো হিরো খুলে দেখেন, হিরোদের ভয় পেলে চলে।’
প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে’। এ সিনেমার জন্য ৯৪ কেজি ওজন হয়েছিলো তার। পরবর্তীতে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তিনি নিজেকে ফিট করেছেন অক্লান্ত পরিশ্রমে।