রোহিঙ্গাদের জন্য সামাজিকভাবে ক্ষতির মুখে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সামাজিক ও পরিবশেগতভাবে ক্ষতির মুখে পড়ছে। আজ ৭ অক্টোবর, বুধবার ক্লাইমেট ভালনারেবল ফোরামের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময়, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত একশ’ বিলিয়ন ডলার বরাদ্ধের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি থেকে বিশ্বকে রক্ষা করতে প্যারিস চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নাই।’