সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। গতকাল ৬ অক্টোবর, মঙ্গলবার করোনা শনাক্ত হয় তার।
পরে কলকাতার বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয় গুণী এই অভিনেতাকে।
মৃদু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র। তার জ্বর নেই।
অক্সিজেনের মাত্রাও এখন স্বাভাবিক। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। এছাড়া এদিন তার বুকের এক্স-রে করা হয়।
তবে, রিপোর্টে ফুসফুসে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।