হাজীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেলো ভিক্ষুকের
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: হাজীগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় ভিক্ষুক নাজির আহমেদ নিহত হয়েছেন। গতকাল ৬ অক্টোবর, মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষুক নাজির আহমেদ ভিক্ষাবৃত্তির জন্য হাজীগঞ্জ বাজারের ওভারব্রিজ এলাকায় আসে। এ সময় পাশের ডাকাতিয়া নদীর বালু মহাল থেকে বালু নিয়ে ট্রাক নং-ঢাকা মেট্রো ড-১১-৭০৬৩ উক্ত স্থান অতিক্রমকালে নাজিরকে চাপা দিলে ট্রাকের চাকায় নাজিরের পুরো মাথা সড়কে থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পরেই হাজীগঞ্জ থানার পুলিশ গিয়ে অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাককে জব্দ করে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন, আমরা প্রথমে নিহতের পরিচয় পাইনি। বিভিন্ন সূত্রে জানতে পারি তার বাড়ি কচুয়া। এর পরেই নিহতের পরিবারকে খবর দেয়া হলে নাজিরের পরিচয়টি নিশ্চিত হই।
সন্ধ্যার মধ্যে ট্রাক মালিক ও নিহত নাজিরের পরিবারের মধ্যে নিষ্পত্তি হয়ে লাশ নাজিরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। নাজির কচুয়া উপজেলার রহিমানগর এলাকার মৃত ইউনুসের ছেলে। তিনি হাজীগঞ্জে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
সূত্রঃ চাঁদপুর কণ্ঠ