আশুলিয়ায় গণধর্ষণের ঘটনায় ১০ জনের নামে মামলা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের গণধর্ষণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বড় বোন। আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৭ অক্টোবর) রাতে মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম ৪ আসামি ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলো- নড়াইল জেলার কালিয়া থানার মহিষখোলা গ্রামের আকরাম হোসেনের ছেলে সারুফ (১৮), আল আমিন ওরফে সাধু মার্কেট আল আমিন (১৯), গাজীপুর জেলার কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে ডায়মন্ড আল আমিন (১৮), রংপুর জেলার পীরগাছা থানার প্রতাববিষু গ্রামের আনছার আলির ছেলে জাকির হোসেন (১৮), ভাদাইল এলাকার দেলু হাজীর বাড়ির ভাড়াটিয়া রেজাউল ইসলামের ছেলে রেদওয়ান (১৯), ভাদাইল এলাকার আক্কাস আলী মার্কেট এলাকার বাদশা (১৮), ভাদাইলের পবনারটেক ক্লাবের জাকিরের বাড়ির ভাড়াটিয়া জিহাদ (২০), ভাদাইলের পবনারটেক এলাকার স্বরব আলীর ছেলে আল আমিন ওরফে গরু আল আমিন, আলুর মার্কেট এলাকার করম আলীর ছেলে আল আমিন ওরফে বাটা আল আমিন (১৯), ভাদাইলের সাধু মার্কেট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া শাহজালালের ছেলে শাকিল (১৯) সহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বড় বোন। এর মধ্যে সারুফ, রাকিব, জাকির ও ডায়মন্ড আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

 

০ thoughts on “আশুলিয়ায় গণধর্ষণের ঘটনায় ১০ জনের নামে মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *