কবিতা: ইচ্ছের করুণ পরিণতি

আমি অঝোরে বৃষ্টি চাইনি
চেয়েছিলাম কয়েক ফোঁটা শিশিরবিন্দু
সবুজ ঘাসে হাঁটবো বলে,
আকাশ আমার প্রার্থনা শুনেনি
শিশির ফোঁটায় পা রাখার মিনতি রাখেনি
সব ইচ্ছের পরিণতি ঘটালো তার বৃষ্টির জলে।
তাতে কি..?
ইচ্ছের করুণ পরিণতিতে আমার কল্পনায়
চোখের কোনায় যে শিশির বিন্দু জমেছিলো
তা কি দেখেনি আকাশ!
নাকি আমার এই করুণ দৃশ্যে
তার কালোমেঘ দ্বারা করেছিলো আনন্দের উল্লাস!
আচ্ছা,তবে তোমার আনন্দেই নাহয়
ইচ্ছের অকাল মৃত্যু ঘটলো আমার,
শিশির ফোঁটায় হাঁটবো বলে সাহায্য চেয়েছিলাম
ভুল করেও ভেবো না আমি করুণা চেয়েছি তোমার।
কবি’র মেইল: islamfarhana614@gmail.com
আরও পড়ুনঃ কবিতা: সময়