ট্রাম্পকে বর্ণবাদী বললেন মিশেল ওবামা

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্রেট নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বিজয়ী করতে আহবান জানিয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

এসময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে বর্ণবাদী বলে অ্যাখ্যা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন।

বাইডেনকে বিজয়ী করতে মার্কিনিদের প্রতি আহবান জানিয়ে মিশেল ওবামা বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বে নিজেদের অবস্থান হারাবে ট্রাম্প আবার ক্ষমতায় আসলে

এর আগে বাইডেনের পক্ষ নিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন মিশেল ওবামা। সাবেক ফার্স্ট লেডি সেই বার্তায় ট্রাম্পকে দেশটির জন্য ‘ভুল প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যা দেন। তার কড়া জবাবও দিয়েছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল দেশটির সবচেয়ে প্রশংসিত নারীদের একজন।

ডেমোক্রেটদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধারণকৃত সেই ভিডিওতেই তিনি বলেন, ট্রাম্প আমেরিকার যোগ্য প্রেসিডেন্ট হতে পারেননি। তিনি যথেষ্ট সময় পেলেও নিজের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি।

তবে এর জবাবে ট্রাম্প বলেছেন, মিশেল ওবামা স্পষ্টতই উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন। তার উচিত ছিল সরাসরি এ বক্তব্য দেওয়া, যেটা তিনি করেননি। তার এ বক্তব্য বিভেদ সৃষ্টিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *