দুর্দান্ত রোনালদো, তবুও ম্যাচ ড্র স্পেন-পর্তুগালের
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: দুর্দান্ত খেলেছেন রোনালদো। ঘরের মাঠ বলেই হয়তোবা এতোটা প্রাণবন্ত ছিলেন সিআর ৭। কিন্তু শেষমেষ গোলের দেখা পেলেন না। ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো তাকে।
গতকাল বুধবার রাতে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ড্র করেছে পর্তুগাল-স্পেন। ০-০ সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
করোনার মধ্যেও সীমিত আকারে দর্শক প্রবেশের অনুমতি ছিল ম্যাচটিতে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার পাঁচ ভাগ দর্শকই মাঠ গরম করে রেখেছিলেন।
সেই সমর্থকদের সামনে ম্যাচের এক ঘন্টা হওয়ার আগমুহূর্তে গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু জুভেন্টাস তারকার শক্তিশালী শট ক্রসবারে হিট করে।
৭৩ মিনিটে রোনালদোকে উঠিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে নামান পর্তুগাল কোচ। ডেথে তিনিও প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি।