নৌকা স্লোগানে মুখরিত চাঁদপুর শহর
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা স্লোগানে পুরো চাঁদপুর শহর মুখরিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন চাঁদপুর পৌরসভা নির্বাচন প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
গতকাল ৭ অক্টোবর, বুধবার বিকালে চাঁদপুর হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পথসভার আয়োজনে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট বলেন, চাঁদপুরে এই প্রথম নৌকার প্রতিকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,আর সেই নৌকার প্রতিকে নির্বাচন করা আমার জন্যে সর্বশ্রেষ্ঠ পাওয়া। নৌকার উপর সাধারণ মানুষ যতবার ভরসা করেছে ততবার কিছি না কিছু পেয়েছে।
তিনি আরও বলেন, নৌকা অতিহ্য,স্বাধীনতা, সমৃদ্ধ ও উন্নয়নের প্রতিক। চাঁদপুরের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট আহবান করছি। বর্তমান সরকার চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। নির্বাচিত হলে চাঁদপুরকে পর্যটন নগরী করতে সবরকম চেষ্টা করবো।