যৌন হেনস্থা: ক্যাশপের বিচার দাবিতে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পায়েল
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: অনুরাগ ক্যাশপ এবং পায়েল ঘোষ ইস্যু বেশ কিছুদিন ধরেই আলোচিত বিষয় বলিউডে। কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আগেই মামলা করেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ।
পুলিশ অনুরাগকে জিজ্ঞাসাবাদ করলে সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেওয়ায় তাঁর নারকো অ্যানালিসিস ও পলিগ্রাফ টেস্টের দাবি জানিয়েছেন পায়েল। ন্যায় বিচার পেতে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের দরজায়। আর এবার সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সাহায্য চাইলেন অভিনেত্রী।
গতকাল ৭ অক্টোবর, বুধবার পায়েল দিল্লিতে গিয়ে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে। পায়েল বলেন, দ্রুত বিচার পেতেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়েছেন।
এর আগের দিন মঙ্গলবারই দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার সঙ্গে দেখা করে নিজের অভিযোগ জানান পায়েল। MeToo আন্দোলনের ভবিষ্যত্ নিয়ে সবিস্তার আলোচনা করেন। আমি আমার জন্য নিরাপত্তা চাই। আমার পরিবার ভীত।
অনুরাগ কাশ্যপ জিজ্ঞাসাবাদে তথ্য-প্রমাণসহ দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। তার জবাবে অভিনেত্রী পায়েল ঘোষের দাবি, পুলিশের কাছে পরিচালক মিথ্যা বয়ান দিয়েছেন। তাঁর নারকো অ্যানালিসিস ও লাই ডিটেকটর পরীক্ষারও দাবি জানিয়েছেন বাঙালি অভিনেত্রী।