হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশংসা করে বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ফলে দেশের নিরাপত্তা আরো জোরদার হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিনকে হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতার খবর জানান রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।
তিনি বলেন, জারকন নামের এই হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র শ্বেত সাগর থেকে মঙ্গলবার সফলতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে।
জেনারেল গেরাসিমোভ জানান, পরীক্ষা সফল হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সরাসরি তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে মাত্র সাড়ে চার মিনিট সময় নেয়। শব্দের চেয়ে আট গুণ বেশি গতিতে চলতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র বলেও জানান তিনি।
পুতিন আরও বলেন, এ সফলতা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আশা করছেন, রাশিয়ার বিশেষজ্ঞরা দেশকে নতুন করে অস্ত্রসজ্জিত করার ব্যাপারে অত্যন্ত দক্ষতার সঙ্গে অবদান রেখে চলবেন।