ধর্ষণের প্রতিবাদে চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মানববন্ধন
আরাফাত হোসেন মিলাদ, বার্তাবহ চাঁদপুর নিউজ: নোয়াখালী বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজেসহ দেশের সকল যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনার বিচার দাবি প্রতিবাদ মুখর হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
এরই ভিত্তিতে আজ ১০ অক্টোবর, শুক্রবার চাঁদপুর জেলা মহামায়া এলাকাস্থ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যৌথ মিলিত ভাবে একটি মানববন্ধন ও রেলি আয়োজন করে। এতে উপস্থিত হন বিভিন্ন সংগঠনের সকল সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবী ।
এছাড়া অংশগ্রহণ করেন সংগঠনগুলোর মধ্যে প্রথমে বিসর্জন ফান্ডেশন চাঁদপুর জেলা শাখা, প্রভাত সমাজকল্যাণ সংঘ, আশার আলো ফাউন্ডেশন, মানবতার বন্ধন, সমাজ সেবা সংঘ ,একতা ফ্রেন্ডস ফান্ডেশন, স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা। এসব সংগঠনের বিভিন্ন স্তরের, সদস্যরা প্রতিবাদী বক্তব্য রাখেন।