সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা সার কিনতে ব্যয় হবে ৫২৯ কোটি ৪ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

গতকাল ৮ অক্টোবর, বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দু’টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির করা হবে।’

আরও পড়ুনঃ ১২ লাখ টনের বেশি পেঁয়াজ থাকবে বাজারে

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ১ লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা।

এই ১ লাখ সারের সরবরাহকারী প্রতিষ্ঠান জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট, দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা); এগ্রিফার্ট লিভেন ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা); আরিস ফার্টিলাইজারস গ্রুপ পিটিই লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট, পোটন ট্রেডার্স, ঢাকা)।

আরও পড়ুনঃ করোনায় আয় ২০ ও ব্যয় ৬ শতাংশ কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *