পুত্র সন্তানের বাবা হলেন মিরাজ
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ পুত্র সন্তানের বাবা হলেন।
আজ ১০ অক্টোবর, শনিবার সকাল ১০টার দিকে পুত্র সন্তান জন্ম নেয় তার ঘরে। মা ও শিশু উভয়ই সুস্থ আছে। বাবা হওয়ার আনন্দের খবর নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিরাজ।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, “আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।”
এর আগে গত বছর ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন মিরাজ। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফল পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ে করেন মিরাজ।