আজ হাইকোর্টে উপস্থাপন করা হবে বরিশালের ওই ৪ শিশুকে
বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ওই ৪ শিশুকে আজ ১১ অক্টোবর, হাইকোর্টে উপস্থাপন করা হবে।
হাইকোর্টে উপস্থাপনের জন্য সকালে তাদের ঢাকায় নিয়ে আসে পুলিশ। এর আগে শনিবার রাত ৯ টায় তাদের বহনকারী লঞ্চটি বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে।
একই লঞ্চে হাইকোর্টের তলবে ঢাকায় আসেন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলী আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচারিত সংবাদকে আমলে নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে ওই রাতেই মধ্যে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে ওই ৪ শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্ট আদালতের বিচারককে ১১ অক্টোবর তলব করেন হাইকোর্ট।