আবরার হত্যা মামলা: চলছে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ

Spread the love

বার্তাবহ চাঁদপুর ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

আজ ১১ অক্টোবর, রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিচ্ছেন বুয়েটের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাসুম এলাহী।

গত ৫ অক্টোবর, সোমবার এ মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহ জবানবন্দি দেন। পরে ওইদিন ছয় আসামির পক্ষের আইনজীবীরা তাঁকে জেরা শেষ করেন। এরপর গত মঙ্গলবার বাকি আসামিদের পক্ষে আইনজীবীরা জেরা করেন। সর্বশেষ গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার সাক্ষ্য দেন মামলার রেকর্ডিং কর্মকর্তা এসআই সোহরাব হোসেন। এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। গত ৫ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে।

১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *