কবিতা: প্রিয়জন
প্রিয়জন
রাকিব আহসান ফাহিম
আমি চাইনা সে ফুল
যে ফুলে হয়না মুকুল।
যে ফুল গন্ধ ছড়ায় সুবাসবিহীন
আর স্বার্থ খুঁজে মাটির কাছে
অঝোর ধারায় ঝরে পড়ে
পরোপকারে পক্ষ খুঁজে
আর নিন্দাতে পায় স্বস্তি।
ভালোবেসে ভুল পথে যায়
জীবন যুদ্ধে দৌড়ে পালায়
ভাবে এতেই যেন মুক্তি।
যে ফুলে কভু হয়না মালা
মৃতদেহে বাড়ায় জ্বালা
বৃষ্টিতে যে চুপসে পড়ে
রৌদ্যতে পায় তৃপ্তি।
যে ফুলে কভু হয়না বেণী
গন্ধ দিয়ে করে ঋণী।
যে ফুল শুধু পথ ভুলে যায়
স্বার্থ দেখে আপন খুঁজে।
যাত্রা পথে বয়ে কাঁটা
সে ফুলে তাই লাভ কিসে?
হেলাতে-ই বরং লাভ আছে!
কবি’র মেইল: rakibahsan24bd@gmail.com